Please follow the below slides for details like daily schedule, special events, food menu.
বছরের ৩৬১-টা দিন আমরা, অর্থাৎ প্রবাসের বাঙালীরা, বেশ সংযত। পরবাসী জীবনের নিত্যনৈমিত্তিক রোজনামচায় স্বভাবসিদ্ধ হুজুগটাকে বেশ কায়দা করে ঢেকে-চেপে রাখি। কিন্তু, শরতের বিশেষ চারটে দিনে মনের যত জমানো উদ্দামতা এক লহমায় মুক্ত করতে একফোঁটা কার্পণ্য করি না। অক্টোবরে যতই ঠান্ডা পড়ুক না কেন, জ্যাকেটমুক্ত পাটভাঙা শাড়ি অথবা ডিজাইনার পাঞ্জাবীতে ছেয়ে যায় বাস-ট্রাম-ট্যাক্সি। ডিনারে স্যালাড-অভ্যস্থ দাদা-দিদিদের পাতে পাঁঠার মাংসের ঝোল আর রসগোল্লার রস মাখামাখি। সাড়ে-আটটায় ঘুমিয়ে কাদা হয়ে যাওয়া বাচ্চাটার চোখে রাত্রি বারোটাতেও ঘুমের চিহ্নমাত্র নেই।
প্রতিবছর। এই সময়। এক নিয়ম।
প্রতিবছর। এই সময়। নেদারল্যান্ডসে নিয়ম ভাঙার চারটে দিন।
প্রতিবছর। এই সময়। আমার-আপনার একমাত্র ঠিকানা – হৈচৈ।
Holland-e-Hoichoi is ready to invite you again at Durga Puja 2023. As usual, your only address during those four days of celebration.
Be there, or you will miss something worth experiencing.
Please note:
- Tickets are non-refundable.
- Tickets are transferable, but the transfer request should be addressed to info@hoichoi.nl in advance.
- Free walk-in is possible, except 21-Oct (Saturday) evening because of logistical overheads with Arko Mukhaerjee live in concert. However we request you to register with us, so that we can give you a complete pujo experience.