>>>> Agenda – 4 days of festivity and fun <<<<
মা দুগ্গার মর্ত্যে আসার টাইম এগিয়ে এলো। হৈচৈ-এর হাঁড়ির খবর – এই বছর নেদারল্যান্ডসে নাকি দূর্গাপূজায় মাখোমাখো কলকাতা! আগের বারের মতো শুদ্ধ শুচি থেকে ফুলকো লুচি, মিষ্টি পান থেকে পুরানো গান তো থাকছেই, তার সাথে থাকছে দু-দুটো নাটক, পূজাবার্ষিকীর স্টল (যাঁরা আগেরবার পাননি, এবার তাড়াতাড়ি বুক করতে ভুলবেন না!), নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড-ফেমাস শিল্পীদের পারফর্ম্যান্স – আর এবারের বিশেষ আকর্ষণ, প্রথম ইন্ডিয়ান আইডল রানার্স অমিত সানা সন্ধ্যা। তা ছাড়া কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া আর প্রচুর আড্ডা তো আছেই! তাই, এবার পুজোয় আরো হৈচৈ – করতে হয়, নাহলে পিছিয়ে পরতে হয়!
Durga Puja memories are close to one’s heart. They can range from childhood joys to personal milestones that occurred during the auspicious occasion, from being mischievous to fondly recollecting time spent with near and dear ones. It’s time again to recollect those fond memories in our home away from home – Hoichoi brings Durga Puja 2018 at your doorsteps. Along with the rituals, we will recollect our childhood nostalgia of the festival – new clothes, new books, enjoying the sumptuous dishes to your heart’s content, cultural evenings, chit-chat with friends… and what not!
We are committed to present you with the ambiance of Maddox square, charm of College Street, food of Shyambazar and coziness of your own “para-r pujo”. This year we also have a special artist who would spellbound us with his melody – the famous Indian Idol star, Amit Sana.
We are committed to do a lot of HoiChoi with you! Cordially invite all of you to be part of it.
Event location: Diamant Party Centrum Touwslagerij 9 1185 ZP Amstelveen |